ঘুর্ণিঝড় পরবর্তী জোয়ারের প্রভাবে বয়ারচর প্রশাসনিক এলাকার মা ও মেয়ে 02(ুদই) জন তার নিজ বাসস্থান বেড়ীর বাহিরে হওয়ায় অতিরিক্ত জোয়ারের পানির ফলে মা ও মেয়ে একসংগে উচু বেড়ী বাঁধের দিকে সাতার কাটার সময় জোয়ারের পানিতে স্রোতে আনুমানিক দুপুর-2.30 ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। জাহাজমারা ইউনিয়নের 01(এক) জন মহিলা তাঁর নিজ বাসস্থান হতে নিরাপদ আশ্রয়ন কেন্দ্রে অবস্থানের পর পরবর্তীতে তাঁর নিজ ঘর হতে মালামাল আনতে গিয়ে অতিরিক্ত জোয়ারের পানির স্রোতে আনুমানিক দুপুর 3.00 ঘটিকার সময় মৃত্যুবরণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস