Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসন

সাধারণ দায়িত্ববলী

 

 উপজেলা নির্বাহী অফিসারের ক্ষমতা ও দায়িত্বঃ

                উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পর্যায়ে সাধারণ প্রশাসন, রাজস্ব প্রশাসন, ফৌজদারী বিচার প্রশাসন ও উন্নয়ন প্রশাসন সংত্রুান্ত নিম্নেবর্ণিত দায়িত্ব পালন করে থাকেনঃ

১। উপজেলা পর্যায়ে উন্নয়ন প্রশাসনিক কার্য সম্পাদন ।

২।একটি সমন্বিত উন্নয়ন কর্মসূচী প্রণয়ন এবং বাস্তবায়ন।

৩। প্রাকৃতিক দুর্যোগকালে খাদ্য ও রিলিফ সামগ্রী গ্রহণ ও মজুতকরণসহ সার্বিক দায়িত্ব পালন।

৪। উপজেলা প্রশাসন সংত্রুান্ত বিষয়ে সরকারি নির্দেশ পালিত হচ্ছে কিনা, তা তিনি নিশ্চিত করবেন।

৫। উপজেলায় তাঁর বিভাগের প্রশিক্ষণের ব্যাপারে দায়ী থাকবেন এবং উপজেলা পর্যায়ের সকল প্রশিক্ষণ কার্যত্রুমের সমন্বয় সাধন করবেন।

৬। তিনি তাঁর কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণের ক্ষেত্রে আয়ন-বায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

৭। তিনি তাঁর অধীনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের কাজকর্ম তদারক করবেন।

৮। তিনি সরকার কিংবা যে কোন আইন বলে সরকার কর্তৃক প্রদত্ত কাজ সম্পাদন করবেন।

৯। প্রটোকল দায়িত্ব পালন করবেন।

১০। উপজেলা রাজস্ব ও বাজেট সম্পৃওু কার্যত্রুমের তত্তবাবধান ও নিয়মএণ করবেন।

১১। উপজেলা আইন-শৃংখলা কমিটির প্রধান হিসেবে কার্য সম্পাদন করবেন। তিনি আইন-শৃংখলা রক্ষার ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় অাদেশ দিবেন।

১২। কালেক্টর এর প্রতিনিধি হিসেবে তিনি ১৯১৩ খ্রিস্টাব্দের সরকারি পাওনা আদায় আইনের অধীনে সার্টিফিকেট মামলা রতজু ও নিষ্পত্তি করবেন।

১৩। তিনি সরকারি প্রতিনিধি হিসেবে সহানীয় ইউনিয়ন পরিষদের হিসাব ও গৃহীত কাজকর্ম পরিদর্শন করবেন এবং তা সহানীয় সরকার বিভাগকে অবহিত করবেন (বর্তমানে সহগিত আছে)।

১৪। ইউনিয়ন পরিষদের কোন সদস্য অর্থ বা সম্পদ আত্মসাৎ করেছে এরদপ নিশ্চিত হলে তিনি সরকারের প্রতিনিধি হিসেবে ঐ সদস্যের তদমত অনুষ্ঠান এবং প্রয়োজনে মোকদ্দমা দায়ের করতে পারবেন।

১৫। তিনি উপজেলা সেচ কমিটি, ঋণ কমিটি এবং টেন্ডার কমিটিসহ মোট ৪৯ কমিটির সভাপতি হিসেবে ন্যস্ত সমন্বয়মূলক দায়িত্ব পালন করবেন।